যাত্রীদের পাশাপাশি ট্রেন বাড়ানোর দাবি জানালেন মুখ্যমন্ত্রীও, আজ বৈঠকে রেল–রাজ্য
Updated: 12 Nov 2020, 09:11 AM IST Debasish Podder 12 Nov 2020 Kolkata Local Train, Local Train Service Resume in West Bengal, Passengers Demand More Local Trains, Mamata Banerjee, Social Distancing in Local Train, Sealdah, Howrah, Kolkata, West Bengal, লোকাল ট্রেন, লোকাল ট্রেন বাড়ানোর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হাওড়া, কলকাতা, শিয়ালদহ, পশ্চিমবঙ্গহাইকোর্ট একটি অর্ডারে জানিয়েছে, জনগণের স্বার্থে এই করোনা পরিস্থিতিতে ১৪ ও ১৫ নভেম্বর (কালীপুজো ও দীপাবলি) এবং জগদ্ধাত্রী পুজোর দিন রাজ্য সরকার লোকাল ট্রেন পরিষেবা একেবারে বন্ধ রাখবে নাকি একেবারে কম সংখ্যায় চালাবে তা নিজেরাই সিদ্ধান্ত নিক।
পরবর্তী ফটো গ্যালারি