করোনা পর্ব কেটে গিয়েছে প্রায় দেড় বছর হল। কিন্তু, যাত্রী সংখ্যার নিরিখে এখনও পূর্বের অবস্থায় ফেরেনি কলকাতার উত্তর–দক্ষিণ মেট্রো। করোনা অতিমারির আগে উত্তর–দক্ষিণ মেট্রোয় দৈনিক যাত্রীসংখ্যা ছিল সাড়ে ৬ লক্ষ। তবে বর্তমানে সেখানে দৈনিক যাত্রীর সংখ্যা এখনও আগের কাছাকাছি আসেনি। বর্তমানে সেখানে দৈনিক যাত্রী সংখ্যা ৬ লক্ষের কাছাকাছি ঘোরাফেরা করছে। ফলে এখনও উত্তর–দক্ষিণ মেট্রোয় যাত্রী সংখ্যা অনেক কম রয়েছে। আবার সেই তুলনায় যথেষ্ট এগিয়ে রয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো। এক বছরের মধ্যে সেখানে যাত্রীসংখ্যা ব্যাপক হারে বেড়েছে।
আরও পড়ুন: গঙ্গার তলা দিয়ে মেট্রোয় চড়তে সইতে হবে ‘কষ্ট’, ২ শনিবার বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো
মেট্রো সূত্রে জানা গিয়েছে, গত এক বছরে ইস্ট ওয়েস্ট মেট্রোয় যাত্রীসংখ্যা চমকে দেওয়ার মতো বেড়েছে। মেট্রোর পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রোয় যাত্রা করেছেন ৩৬ লক্ষ ৯০ হাজার যাত্রী অর্থাৎ প্রতিদিনের হিসেবে ধরতে গেলে দৈনিক ইস্ট ওয়েস্ট মেট্রোয় সফর করেছেন ৪০ হাজার যাত্রী। শিয়ালদা পর্যন্ত সম্প্রসারিত হওয়ার পরেই ইস্ট ওয়েস্ট মেট্রোয় যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জানা গিয়েছে, গত বছর জুন এবং জুলাই এই দুমাসে ইস্ট মেট্রোয় যাত্রী হয়েছিল যথাক্রমে ৬১ হাজার এবং ৫ লক্ষ ৩০ হাজার জন। সেই জায়গায় চলতি বছরে এই সময় যাত্রীসংখ্যা বৃদ্ধি পেয়েছে চমকে দেওয়ার মতো। সূত্রের খবর, এবছর জুন এবং জুলাই মাসে যাত্রী হয়েছিল যথাক্রমে ৯ লক্ষ ১৬ হাজার এবং ১০ লক্ষ ৯ হাজার। ফলে স্বাভাবিকভাবেই অনুমান করা যাচ্ছে যে ইস্ট ওয়েস্ট মেট্রোয় যাত্রী সংখ্যা কতটা বেড়েছে। এ বিষয়ে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রর মতে, সল্টলেকে প্রচুর অফিস থাকার পাশাপাশি অটো, বাসের তুলনায় মেট্রোয় যাতায়াত অনেক সুবিধা এবং ভাড়া কম হওয়ায় যাত্রী বেড়েছে।
প্রসঙ্গত, হাওড়া ময়দান থেকে এসপ্লানেডের মধ্যে মেট্রো পরিষেবা চালু করার জন্য তৎপরতা শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। ওই অংশে মেট্রো চালু হলে যাত্রী সংখ্যা আরও বাড়বে। সেক্ষেত্রে আরও দেড় বছর অপেক্ষা করতে হবে বলে মেট্রো সূত্রে জানা গিয়েছে। অসংখ্য ধন্যবাদ। উল্লেখ্য, করোনা অতিমারির পর লোকাল ট্রেনে যাত্রী সংখ্যা স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তবে সেই তুলনায় পিছিয়ে রয়েছে উত্তর–দক্ষিণ মেট্রো।তবে সামনেই রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। প্রতিবছর দুর্গাপুজোকে কেন্দ্র করে যেহেতু কেনাকাটার জন্য মানুষের ভিড় থাকে। সেই কারণে আগামী কয়েক মাসে মেট্রোয় যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ।