কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির (কেএমডিএ) বহু জায়গা বেআইনিভাবে দখল করা হয়েছে। শুধু তাই নয়, সেই সমস্ত জায়গায় অবৈধ নির্মাণও করা হয়েছে। এবার সেই সমস্ত জমিগুলি পুনরুদ্ধার করতে তৎপর হয়েছে কেএমডিএ। এই সমস্ত জায়গাগুলি বেশিরভাগই অবস্থিত কসবা, পাটুলি এবং ইএম বাইপাস সংলগ্ন এলাকায়। কেএমডিএ জমিতে থাকা অবৈধ নির্মাণ ভেঙে ফেলে জমিগুলি পুনরুদ্ধার করে নিলাম করতে চাইছে কে এম দিয়ে। কর্তৃপক্ষের উদ্দেশ্য হল জমিগুলি নিলাম করে বেশি পরিমাণ রাজস্ব আদায় করা।
ইতিমধ্যেই সোমবার কেএমডিএ দুটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলছে। যার মধ্যে একটি তিনতলা বাড়ি। এই অবৈধ নির্মাণটি কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামের কাছে। নির্মাণটি ভেঙে ফেলার কাজ শেষ হলে জমিটি নিলামের জন্য প্রস্তুত করা হবে। শহরের খালি প্লটগুলি চিহ্নিত করতে এবং তাদের অবস্থা জানার জন্য একটি সমীক্ষা চালানো হয়েছিল। সেই সময় দেখা যায়, কেএমডিএ-র অনেক জমিতে অবৈধ নির্মাণ করা হয়েছে। ইএম বাইপাস, কসবা এবং পাটুলিতে কেএমডিএ-র অনেক জমিতে প্রাচীর দেওয়া হয়েছে বা একক কক্ষের কাঠামো তৈরি করা হয়েছে। এনিয়ে স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়েছিল। এখন অবৈধ নির্মাণগুলি ভেঙে ফেলা এবং পুনরুদ্ধার করার জন্য অভিযান শুরু করা হয়েছে বলে কেএমডিএ’র এক আধিকারিক জানিয়েছেন। পাশাপাশি বেশ কয়েকটি বরাদ্দ করা প্লট এখনও অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এনিয়ে মালিকদের নোটিশ পাঠানো হবে বলে জানা গিয়েছে।