মতুয়া সম্প্রদায়ের বারুণী মেলা নিয়ে সিঙ্গল বেঞ্চে ধাক্কা খাওয়ার পর ডিভিশন বেঞ্চেও হার হল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ শান্তনুর আর্জি খারিজ করে দেয়। ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, মতুয়া মেলা করতে পারবেন মমতাবালা ঠাকুর। একইসঙ্গে, আদালতের নির্দেশ, মেলায় কোনওরকমের গণ্ডগোল পাকানোর চেষ্টা করা হলে প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন: সিঙ্গল বেঞ্চে খারিজ হয়েছে আবেদন, মতুয়া মেলা নিয়ে এবার ডিভিশন বেঞ্চে শান্তনু
বৃহস্পতিবার থেকে মতুয়া সম্প্রদায়ের বারুণী মেলা শুরু হয়েছে। সাতদিন ধরে চলবে এই মেলা। তার আগে থেকেই মেলার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে মামলা গড়ায় হাইকোর্টে। উত্তর ২৪ পরগণা জেলা প্রশাসন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরকে এ বছরের মেলার অনুমতি দেয়। সেই অনুমোদনকে ত্রুটিপূর্ণ বলে দাবি করে হাইকোর্টে মামলা করেন শান্তনু ঠাকুর। অভিযোগ ওঠে, ১৯৬৩ সালে জেলা পরিষদ আইন অবলুপ্ত হয়ে যাওয়ার পরেও জেলা পরিষদের আইনকে দেখিয়ে একপক্ষকে অনুমতি দেওয়া হয়েছে। তখন বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ এই ত্রুটির কারণে মেলার লাইসেন্স বাতিল করে ফের জেলা প্রশাসনকে শুনানি করে নতুন নির্দেশ দিতে বলেন। সেইমতো শুনানি করে জেলা প্রশাসন মমতাবালা ঠাকুরকেই মেলার অনুমোদন দেয়। সেই অনুমোদনকে চ্যালেঞ্জ করে আবারও শান্তনু হাইকোর্টের দ্বারস্থ হন।