পরবর্তী খবর
সহজ একটা ঘুঁটি ক্যারামের পকেটে ফেলতে পারলেন না। তারপরই 'স্লেজিং'-এর মুখে পড়লেন এক তরুণী। চারিদিক থেকে শোনা গেল, 'গুড শট, গুড শট'।
ক্যারামের কোনও প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ নয়, বরং ওই ঘটনার সাক্ষী থাকল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। বনধের সমর্থনে রাস্তাতেই ক্যারাম, দাবা খেললেন যাদবপুরের পড়ুয়ারা।
দেশজুড়ে ২৪ ঘণ্টার বনধে সমর্থন রয়েছে তাঁদেরও। তবে বনধ সফলের জন্য জোর জবরদস্তি করেননি। হাঁটেননি অশান্তির রাস্তায়। বরং বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে রাস্তার মাঝামাঝি টেবিল পেতে ক্যারাম খেলা শুরু করেন কয়েকজন পড়ুয়া।
শুধু ক্যারাম নয়, কয়েকজন রাস্তার মাঝে চেয়ার-টেবিল রেখে দাবাও খেলেন। কোনও অশান্তি-উত্তেজনা ছাড়াই নিজেদের লড়াইয়ের বার্তা পৌঁছে দিলেন তাঁরা।