Sukanta Majumder on 6th Pay Commission DA Verdict:‘ডিএ-র টাকা মেলা খেলাতে চলে গিয়েছে’, হাই কোর্টের রায়ের পর তোপ সুকান্তর
Updated: 22 Sep 2022, 02:24 PM IST Abhijit Chowdhury 22 Sep 2022 sukanta majumder, bjp, calcuttta high court, 6th pay commission, dearness allowance, da arrears, বকেয়া ডিএ, সুকান্ত মজুমদার, কলকাতা হাই কোর্ট, ষষ্ঠ বেতন কমিশনবিজেপি সরকার ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া ... more
বিজেপি সরকার ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। বৃহস্পতিবার বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে কলকাতা হাই কোর্টের রায়ের পর এমনই দাবে করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটের সাংসদ এদিন দাবি করেন, ডিএ-র বিষয়টি তাঁদের ইশতেহারে ছিল।
পরবর্তী ফটো গ্যালারি