বনগাঁর পেট্রাপোল সীমান্তের কাছে অফিসে কাজ করার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন শুল্ক বিভাগের আধিকারিক। যশোর রোডের যানজট থেকে রক্ষা পেতে ৮৯ কিমি রাস্তা গ্রিন করিডোর করে কলকাতায় আনা হল ওই আধিকারিককে। অবশেষে শুল্ক দফতরের ওই আধিকারিককে বাঁচানো সম্ভব হয়েছে। সাধারণত অধিকাংশ সময়ই যশোর রোডে যানজট থাকে। সেই অবস্থায় রাস্তা যানজট মুক্ত করতে জেলার পুলিশ যেভাবে তৎপরতার সঙ্গে গ্রিন করিডোর করেছে তাতে বিভিন্ন মহল থেকে প্রশংসা উঠে এসেছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত পেট্রাপোলে শুল্ক দফতরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে কর্মরত ওই আধিকারিকের নাম খুরশিদ রেহান। গতকাল কাজ চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর তাঁকে নিয়ে আসা হয় বনগাঁ হাসপাতাল। সেখানে অবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসকরা তাকে কলকাতার কোনও একটি হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়ার পরামর্শ দেন।