মুর্শিদাবাদের ডোমকল ফের কেঁপে উঠল বিস্ফোরণে। বুধবার গভীর রাতে বোমা বাঁধার সময় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম চান্দু শেখ ওরফে সফিকুল (৩০)। ঘটনাটি ঘটেছে ডোমকল পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লেবুগাড়া এলাকার মাঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন: সামশেরগঞ্জে আবার বিস্ফোরণ, হাত উড়ে গেল শিশুকন্যার, উদ্ধার বিপুল তাজা বোমা
পুলিশ সূত্রে খবর, বাড়ির পাশের মাঠেই বোমা বাঁধছিলেন চান্দু। সেই সময় আচমকাই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকেই বোমা তৈরির বেশ কিছু উপকরণ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, বোমা বানানোর সময় অসাবধানতাবশত সেটি ফেটে যায়, আর তাতেই মৃত্যু হয় যুবকের। ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের দিকে হঠাৎ তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা অঞ্চল। আওয়াজ শুনেই বহু মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। তবে তার আগেই গুরুতর জখম অবস্থায় ছেলেকে উদ্ধার করেন চান্দুর বাবা মিন্নাত আলি।
তিনি জানান, নিজের টোটোতে করেই ছেলেকে বহরমপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু রাস্তাতেই তাঁর মৃত্যু হয়। চান্দুর সঙ্গে কারও কোনও শত্রুতা নেই বলেই দাবি করেছেন মিন্নাত আলি। জানা গিয়েছে, চান্দু শেখ একজন পরিযায়ী শ্রমিক ছিলেন। হঠাৎ কী কারণে তিনি বোমা বাঁধতে গেলেন, বা আদৌ কারও নির্দেশে তিনি এই কাজে লিপ্ত হয়েছিলেন কিনা, সে প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। বিস্ফোরণের পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লেবুগাড়া এবং সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই ডোমকল এলাকায় একাধিকবার বোমা উদ্ধার, বিস্ফোরণ এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। সেই আবহেই ফের বুধবারের রাতে প্রাণ গেল ওই যুবকের। এই বিষয়ে সিপিএম নেতৃত্ব তৃণমূলকে কটাক্ষ করেছেন। তাঁদের বক্তব্য, শাসক দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বহুদিনের। সামনে ভোট, তাই অস্ত্র জোগাড় ও শক্তি প্রদর্শনের জন্য এমন ঘটনা ঘটে চলেছে। বোমা বাঁধার ঘটনাও সেই চেষ্টারই অংশ।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের সঙ্গে কোনও চক্রের যোগাযোগ ছিল ক না, সে বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনা ঘিরে এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ।