Mamata Banerjee: 'মানুষকে ট্রেন ছেড়ে সাইকেল নিতে হয়…'কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা, তোপ মমতার
Updated: 17 Jun 2024, 08:55 PM IST Satyen Pal 17 Jun 2024 Kanchanjungha Express, Rangapani, Kanchenjunga Express, Kanchenjunga Express accident, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা ট্রেনে দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা, শিলিগুড়ি, রাঙাপানি, মমতা বন্দ্যোপাধ্যায়, mamata banerjeeফিরে এল করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি। তবে কি তারপরেও হুঁশ ফেরেনি রেলের?
উত্তরবঙ্গে যাওয়ার আগে তিনি কলকাতা বিমানবন্দর থেকে বিমান ধরতে এসেছিলেন। সেখানে তিনি আগেই জানিয়েছিলেন, দুর্ঘটনা হতেই পারে। এটা কারও হাতে নেই। অ্যান্টি কলিসন ডিভাইস আমি তৈরি করে দিয়ে এসেছিলাম। রাজধানীর পরে একমাত্র দুরন্ত স্পিড আপ করেছিল। আমি জানি না সেটা এখন কোথায়। যত না করেছে তার থেকে বেশি ভাড়া বাড়িয়েছে। এই জায়গাটা ব্ল্যাক স্পট। এর আগে গাইসাল দুর্ঘটনা হয়েছিল আরও একটু দূরে।ফাঁসিদেওয়াতে যে দুর্ঘটনা হয়েছে তা আরও মারাত্মক হতে পারত। একটা ট্রেন এসে যখন অপর একটি ট্রেনকে ধাক্কা দেয় তখন ঠিক থাকে না, একটা বগি ভাঙবে নাকি ১০টা। . (PTI Photo)
(PTI) পরবর্তী ফটো গ্যালারি