নকল রঙ তৈরির কারখানার পর্দাফাঁস করে দিল হাওড়ার এনফোর্সমেন্ট বিভাগ। হাওড়ার রামকৃষ্ণপুরের একটি কারখানায় তৈরি হচ্ছিল এই ভুয়ো রঙ। চকচকে কন্টেনার দেখে বাইরে থেকে বোঝার উপায় নেই। আর তার ভেতরেই রাখা ছিল একেবারে নকল রঙ। কয়েক হাজার লিটার নকল রঙ এদিন বাজেয়াপ্ত করা হয়েছে। তবে কারখানার অন্যতম মালিক বেপাত্তা হয়ে গিয়েছেন। তার খোঁজে ব্যাপক তল্লাশি চলছে।
এদিকে বৃহস্পতিবার হাওড়া পুলিশ ও এনফোর্সমেন্টের আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে ওই কারখানায় হানা দেয়। কারখানা থেকে দুজনকে আটক করা হয়েছে। তবে তাদের দাবি তারা কারখানার কর্মী নন। তারা ছোট গাড়িতে করে রঙ নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন। তবে তাদের জেরা করছে পুলিশ।
এদিকে স্থানীয় এক কর্মীর দাবি, এখানে নকল রঙ তৈরি করা হত বলে আমরা জানতাম না। আমরাই ড্রাম তোলার কাজ করতাম। এখান থেকেই বিভিন্ন জায়গায় রঙ যেত। তিনবছর ধরে এই কাজ তারা করছেন বলে জানিয়েছেন। এখানেই প্রশ্ন উঠছে তবে কি তিনবছর ধরে এখানে অবৈধ কারবার চলছিল? কিন্তু এতদিন কেন জানতে পারেনি পুলিশ?
এদিকে পুলিশ ও এনফোর্সমেন্ট এতদিন বাদে কারখানাটিকে সিল করে দিয়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রায় লক্ষাধিক টাকা মূল্যে নকল রঙ মজুত করা হয়েছিল ওই কারখানায়।
এক যুবক বলেন, আমরা এই কারখানার সঙ্গে যুক্ত নই। গাড়ি ভাড়া হয়েছিল। আমরা রঙ নিতে এসেছিলাম।
এদিকে এর আগে নকল জর্দা কারখানার হদিশ পেয়েছিল পুলিশ। সেই ঘটনাকে ঘিরেও এলাকায় শোরগোল পড়ে। তবে এবার নকল রঙ কারখানার হদিশ পেল পুলিশ। সেই রঙ কারখানার আর কারা যুক্ত, কতদিন ধরে কারখানা চলছে তা খতিয়ে দেখা হচ্ছে।