মাটিতে লুটিয়ে পড়লে মহেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার কলকাতার একটি হাসপাতালে মহেন্দ্র মারা যান। এই ঘটনার পরেই বিনোদকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে শিয়ালদহ রানাঘাট মেন লাইনে ২৯ নম্বর রেলগেট সংলগ্ন কাঁকিনাড়া স্টেশন রোডে কয়েক ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তা অবরোধ করেন স্থানীয় লোকজন।
ভাইকে খুন করল দাদা।
সামান্য কলে জল আনা নিয়ে বচসা। তার জেরে ভাইকে খুন করল দাদা। এমন ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায়। কলে জল আনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বচসা বাঁধে। তখনই দাদা ভাইকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তার জেরে রবিবার বিকেলে ভাইয়ের মৃত্যু হয়। এই ঘটনার পরেই অভিযুক্ত দাদা পলাতক রয়েছে। মৃতের নাম মহেন্দ্র সাউ (৪৫)। অভিযুক্ত দাদার নাম বিনোদ সাউ।
অভিযোগ, ঘটনার সূত্রপাত ২৯ নভেম্বর। বচসা চলাকালীন মহেন্দ্রর মাথায় লোহার রড দিয়ে পিছন থেকে আঘাত করে বিনোদ। তখনই মাটিতে লুটিয়ে পড়লে মহেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার কলকাতার একটি হাসপাতালে মহেন্দ্র মারা যান। এই ঘটনার পরেই বিনোদকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে শিয়ালদহ রানাঘাট মেন লাইনে ২৯ নম্বর রেলগেট সংলগ্ন কাঁকিনাড়া স্টেশন রোডে কয়েক ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তা অবরোধ করেন স্থানীয় লোকজন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁকিনাড়ার শান্তিনগরে পাশাপাশি দু ভাইয়ের বাড়ি। তবে তারা দুজনেই আলাদাভাবে বসবাস করে।স্থানীয় এক মহিলা জানান, সেখানে একটি পুরসভার কল রয়েছে। সেটি পরিবারের জন্য সাধারণ হিসেবেই ব্যবহার করা হয়। তাই নিয়ে দুই ভাইয়ের পারিবারিক বিবাদ দীর্ঘদিন ধরেই চলছিল।