হাওড়ায় চালু হল পিঙ্ক বুথ। আন্তর্জাতিক নারী দিবসে হাওড়ায় চালু হল মহিলা পুলিশ পরিচালিত মহিলা সহায়তা কেন্দ্র। নারীদের সহায়তা করতে বিশেষ এই উদ্যোগ। হাওড়া জেলায় প্রথম এই ধরনের পিঙ্ক বুথ তৈরি করা হল। হাওড়া সিটি পুলিশের উদ্যোগে চালু হল এই পিঙ্ক বুথ। হাওড়া ময়দানে এই বুথের উদ্বোধন করেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠি। হাওড়ার জেলাশাসক দীপা প্রিয়া পি সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এই পিঙ্ক বুথ। দুজন করে মহিলা পুলিশ কর্মী এই পিঙ্ক বুথে থাকবেন। পুলিশ কমিশনার বলেন, হাওড়া সিটি পুলিশে এটা প্রথম হল। মহিলা পুলিশ থাকবেন এই বুথে। প্রথম টার্গেট হল মহিলারা যদি হেনস্থা হন তাহলে এই বুথে এসে অভিযোগ জানাতে পারেন। সেখানে প্রাথমিক কাজটা করা হবে। সংশ্লিষ্ট থানাকে জানানো, কন্ট্রোল রুমে খবর দেওয়া। থানায় যাওয়ার সুযোগ না থাকলে তাঁরা এই বুথে জানাতে পারবেন। পাঁচটি জায়গায় চালু হল। প্রত্যেক থানা এলাকায় একটি করে বুথ থাকবে। দুজন করে পুলিশ থাকবেন।
কোন জায়গাগুলিতে এই পিঙ্ক বুথ করা হচ্ছে?
সব মিলিয়ে ১৮টা এই ধরনের বুথ থাকবে। হাওড়া ময়দানে রয়েছে এই বুথ। সাঁকরাইল, হাওড়া স্টেশন সংলগ্ন, বিগার্ডেন থানার পাশে অবনী মল, এজেসি বোস রোডে চালু করা হল। পরবর্তী সময়ে এই সংখ্যা বৃদ্ধি করা হবে।
নারীদের সুরক্ষায় বড় উদ্য়োগ। মূলত নারীরা যদি কোনভাবে সমস্যায় পড়েন সেক্ষেত্রে তাঁরা যাতে দ্রুত পুলিশের কাছে জানাতে পারেন সেকারণে এই উদ্যোগ। বর্তমানে পাঁচটি এই ধরনের বুথ করা হল। পরবর্তী সময়ে আরও বুথের সংখ্য়া বৃদ্ধি করা হবে। আগামী দিনে এই বুথের সংখ্য়া বৃদ্ধি করা হবে।
এদিকে দিল্লিতেও এই ধরনের পিঙ্ক বুথ রয়েছে মহিলাদের সুরক্ষায়। এবার হাওড়াতেও হল এই ধরনের পিঙ্ক বুথ।
স্থানীয় মহিলারাও এতে অত্যন্ত খুশি। মূলত যে জায়গাগুলিতে লোকসমাগম সবথেকে বেশি হয় সেখানেই এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পিঙ্ক বুথে মহিলা পুলিশ কর্মী থাকবেন। কোনও মহিলা যদি সমস্যায় পড়বেন তবে তাঁরা এই বুথে সহায়তা চাইতে পারেন তখন পুলিশ তাদের প্রাথমিক সহায়তা করবে। এরপর পেট্রলিং ভ্যানে খবর দেওয়া হবে। এর জেরে পুলিশ দ্রুত ব্যবস্থা করতে পারবে।