বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য হলেন, মান, সম্মান, যশ, আত্মবিশ্বাস, পিতা, সত্ত্বা, শাসনের কারক। সূর্যদেব প্রসন্ন হলে সরকারি চাকরি সহ নানানবিধ বিষয়ও আসে ভাগ্যে। সূর্য, প্রতি মাসে নিজের রাশি পরিবর্তন করেন। আর এই সূর্যদেবের মহাদশা জাতক জাতিকাদের একবার নয়, একবার সহ্য করতেই হয়। সূর্যদেবের মহাদশা থাকে ৬ বছর। আর এই সময় মহাদশা শুভ হয়, তাহলে জাতক জাতিকাদের সমৃদ্ধির অভাব হয় না। কারা লাকি, দেখে নিন।
সূর্যের মহাদশায় ৬ বছর ধরে কোন কোন রাশি সুখের মুখ দেখে?
জ্যোতিষসাস্ত্র মতে সূর্যের মহাদশায় সিংহ থেকে শুরু করে মেষ, তুলা রাশির জাতক জাতিকারা প্রভাবিত হতে শুরু করেন। সিংহ রাশির স্বামী গ্রহ হলেন সূর্য। মেষ রাশিতে সূর্যদেব উচ্চ স্থানে থাকেন, আর তুলা রাশিতে থাকেন নিচে। তারফলে এই রাশিগুলিতে সূর্য মহাদশার প্রভাব পড়ে। সূর্য যদি কোষ্ঠীতে উচ্চস্থানে থাকেন, তাহলে তা ধন সম্পত্তি দিয়ে থাকে। কোষ্ঠীকে নিম্মস্থানে সূর্য থাকলে মহাদশায় খারাপ ফল দেয়। এরফলে জাতক জাতিকাদের ভাগ্যে উৎসাহ কমে যায়, আত্মবিশ্বাস থাকে না।
( জ্যৈষ্ঠ বিনায়ক চতুর্থী ২০২৫র তিথি কখন শুরু? সন্তানের শুভ কামনায় উপবাসের এই পার্বনের পুজো পদ্ধতি রইল)
(জুনে দেবগুরুর আশীর্বাদে কপাল খুলবে ৩ রাশির! অস্তমিত হয়ে ২৭ দিন ধরে কৃপায় ভরাবেন কাদের?)
( সংসারে সমৃদ্ধি পেতে রান্নাঘরে লাগান এই দেবীর ছবি, প্রদীপ রাখুন উত্তর-পূর্ব কোণে, রইল বাস্তু টিপস)
সূর্যের মহাদশার ফলে কী কী হয়?
কেরিয়ারে উন্নতি:- বলা হয়, জাতক জাতিকার কোষ্ঠীতে সূর্যের অবস্থানের জেরে মহাদশার প্রভাব দেখা যায়। এর শুভ প্রভাবে কেরিয়ারে আসে নতুন দায়িত্ব, প্রমোশন। জনতার মাঝে আলাদা করে মান সম্মান মেলে।
আত্মবিশ্বাস, নেতৃত্বের ক্ষমতা:- সূর্যের অবস্থান কোষ্ঠীতে সঠিক জায়গায় থাকলে, নেতৃত্বের ক্ষমতা বাড়ে। জীবনে নানান দিক থেকে উন্নতির রাস্তা প্রশস্ত হয়। আত্মবিশ্বাস থাকে তুঙ্গে।
স্বাস্থ্য ভালো থাকে:- সূর্যের মহাদশা ৬ বছর থাকে। এই সময় স্বাস্থ্যও আগের থেকে ভালো হয়। জাতক জাতিকারা নিজেদের অনেক বেশি শক্তিশালী হিসাবে পান। ফলে সূর্যের এই মহাদশা আগের থেকে বেশ ভালো পর্যায়ে জাতক জাতিকাকে নিয়ে যায়, যদি সূর্য কোষ্ঠীতে ভালো অবস্থানে থাকেন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)