মীন রাশিতে শনি বক্রী হয়েছেন, আর এই রাশিতে সরাসরি মার্গী হবেন। শনি ১৩৮ দিন ধরে বক্রী অবস্থায় থাকবেন। এমন পরিস্থিতিতে ২৮ নভেম্বর শনি সরাসরি চলতে থাকবেন, তাই অনেক রাশির জন্য সময় ভালো থাকবে।
মীন রাশির জাতক জাতিকারা এই সময়ে কিছুটা স্বস্তি পাবেন। জীবনে যেসব নেতিবাচক ঘটনা ঘটছিল তা কমে যাবে। গ্রহের প্রতিগামী মানে পিছনের দিকে সরে যাওয়া এবং গ্রহের সরাসরি মানে গ্রহের এগিয়ে যাওয়া। শনির সাড়েসাতির রাশির জাতক জাতিকার উপর এর কী প্রভাব পড়বে তা জেনে নিন।
মেষ
শনির সাড়েসাতি মেষ রাশির জাতক জাতিকার উপরও চলছে। কাজে বিলম্ব হবে। শনি মার্গী হলে সমস্যা কমে যাবে।
সিংহ
মার্গী শনি, সিংহ রাশির জাতক জাতিকার সমস্যা কিছুটা কমিয়ে দেবে। এঁরা শনির ঢাইয়া প্রভাবে আছেন। অতএব, জীবনে কাউকে নিয়ে ঝামেলা করবেন না, শৃঙ্খলা বজায় রাখুন।
ধনু
ধনু রাশির জাতক জাতিকার উপর শনির ঢাইয়া চলছে। অতএব, এই রাশির জাতক জাতিকারাও সমস্যায় পড়তে পারেন। মানসিক চাপ কমাতে শৃঙ্খলা বজায় রাখুন।